প্রচ্ছদ

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পুয়ের্তো রিকোর মার্কেস

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস বুকে নাম লেখালেন পুয়ের্তো রিকোর এমিলিও ফ্লোরেস মার্কেস। তার জন্ম ১৯০৮ সালের ৮ আগস্ট, পুয়ের্তো রিকোর ক্যারোলিনায়। বর্তমান তার বয়স ১১২ বছর ৩২৬ দিন। বুধবার তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস কর্তৃপক্ষ। খবর এবিসির।

মার্কেস ছিলেন তার পিতামাতার ১১ সন্তানের মধ্যে দ্বিতীয়।তিনি পরিবারের গৃহস্থালির কাজে সাহায্য করার পাশাপাশি ছোট ভাইবোনদের দেখভাল করতেন। পরিবারের বড় সন্তানের মতো মার্কেস ছোটবেলায় তার বাবাকে আখ ক্ষেতে কাজ করতেন। ক্ষেতে পানি দেওয়া থেকে আখ কাটা এবং তা পরিবহনের জন্য ওয়াগনে ভর্তি করতে সাহায্য করতেন তিনি।

গিনেস কর্তৃপক্ষকে মার্কেস বলেন, ‘আমি ছিলাম পরিবারের বড় সন্তান। তাই সবকিছু করতে হতো। ছোটদের দেখভাল থেকে শুরু করে পরিবারে আমি সব কাজ করতাম। আখ ক্ষেতে শ্রম দিয়ে তিনি পরিবারকে সহায়তা করতেন, গিনেস বুককে এমনটাই জানান মার্কেস।

তার স্ত্রী আন্দ্রে পেরেজ মারা যান ২০১০ সালে। তাদের ৭৫ বছরের দাম্পত্য জীবনে চারটি সন্তানের জন্ম হয়। মার্কেসের এখন পাঁচ নাতি। এই নাতনিদের রয়েছে আরও বেশ কয়েকজন সন্তান। মার্কেস বর্তমানে তার বেঁচে থাকা দুই সন্তান তৃষা ও মিলিতোর সঙ্গে পুয়ের্তো রিকোর রিও পিয়েদ্রেসে বাস করছেন।

গিনেস বুকের রেকর্ডে এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন রোমানিয়ার দুমিত্রু কোমানেস্কু। ২০২০ সালের ২৭ জুন মৃত্যুবরণ করেন তিনি। রেকর্ড বইয়ে নাম লেখানোর মাত্র এক মাস পর ১১১ বছর ২১৯ দিনের মাথায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *