ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে আর্থিক সহায়তা স্থগিত করেছিল বিশ্বব্যাংক। তবে দেশটিতে চলমান মানবিক সংকটের মুখে আবার সহায়তা চালুর বিষয় বিবেচনা করছে আর্থিক প্রতিষ্ঠানটি। সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সময় আজ মঙ্গলবার এক অনানুষ্ঠানিক বৈঠকে সহায়তা ছাড় নিয়ে আলোচনা করবেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা। এর আগে আফগানিস্তানের উন্নয়নের জন্য ‘আফগানিস্তান কন্সট্রাকশন ট্রাস্ট ফান্ড’ (এআরটিএফ) নামের একটি তহবিল গঠন করা হয়েছিল। স্থগিত ওই তহবিলের অর্থই এবার মানবিক সহায়তা হিসেবে দেওয়ার পরিকল্পনা চলছে।
সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, পরিকল্পনামাফিক সব এগোলে জাতিসংঘ ও আফগানিস্তানে এ মুহূর্তে কাজ করা বিভিন্ন মানবিক সংস্থার মাধ্যমে ওই অর্থ দেওয়া হবে।
তবে কবে নাগাদ বিশ্বব্যাংকের সহায়তা ছাড় দেওয়া হবে, তা এআরটিএফের দাতাদের ওপরই নির্ভর করছে বলে এএফপিকে জানিয়েছে সূত্র। এ মুহূর্তে এআরটিএফের তহবিলে দাতার সংখ্যা ৩৪। আফগানিস্তানের সাবেক সরকারের সহায়তা ও বেসামরিক বাজেটের ৩০ শতাংশ অর্থই মিলত তহবিলটি থেকে।
গত আগস্টে আফগানিস্তানে তালেবানের উত্থানের পর থেকেই চরম আর্থিক সংকটে রয়েছে দেশটি। তালেবানের দুর্নামের জেরে যুক্তরাষ্ট্র জব্দ করেছে আফগানিস্তানের রিজার্ভের এক হাজার কোটি মার্কিন ডলার। একই কারণে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) সহায়তা স্থগিত করে।
এদিকে আর্থিক সমস্যায় জর্জরিত আফগানিস্তানে দেখা দিয়েছে তীব্র খরা। সতর্ক করে জাতিসংঘ বলছে, এসবের জেরে শীতের মাসগুলোয় ‘চরম’ খাদ্যসংকটে পড়বে প্রায় ২ কোটি ২০ লাখ আফগান।
নানা আশঙ্কার মধ্যে বিশ্বব্যাংকের সহায়তা চালু হলে কিছুটা স্বস্তি আসবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিশ্বব্যাংকের উদ্যোগ সামনে এগোলে এআরটিএফ থেকে ৫০ কোটি ডলার হাতে পাবে আফগানিস্তানের মানবিক সংস্থাগুলো।
আরো পড়ুন:
এক লাখ ৮০ হাজার মানুষ নিয়ে সিরিয়ায় ‘নতুন শহর’ বানাচ্ছে তুরস্ক