আন্তর্জাতিকসর্বশেষ

বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে দুই দশকে সর্বোচ্চ

বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে দুই দশকে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর পর শক্তিশালী হচ্ছে ডলার আর বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে দুই দশকে সর্বোচ্চ। গতকাল সোমবার আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ে ডলারের দাম বেড়ে দুই দশকে সর্বোচ্চ হয়েছে।

যুক্তরাষ্ট্রে ট্রেজারি ইয়েল্ড (যে সুদের হারে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন মেয়াদে অর্থ ঋণ করে) বাড়ার পাশাপাশি চীনের লকডাউনে নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বেড়েছে।

গতকাল আন্তর্জাতিক বেশ কিছু মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়ে হয় ১০৪.১৯, যা ২০০২ সালের জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ।

ফলে এ বছর ডলারের দাম বেড়েছে ৯ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইয়েল্ড ক্রমাগত বৃদ্ধির ফলেই ডলার শক্তিশালী হচ্ছে। গতকাল ১০ বছর মেয়াদি ঋণ ইয়েল্ড বেড়ে হয়েছে ৩.১৮ শতাংশ, যা ২০১৮ সালের নভেম্বরের পর থেকে সর্বোচ্চ এবং গত দুই মাসে দ্বিগুণ হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির যে গতি তা অন্যদের চেয়ে বেশি। যেমন ব্যাংক অব ইংল্যান্ড এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের চেয়েও দ্রুতগতিতে সুদের হার বাড়াচ্ছে ফেড। সুদের হার বাড়ায় ডলার ঊর্ধ্বমুখী থাকবে। মানি মার্কেট মনে করে, যুক্তরাষ্ট্র সুদের হার আরো ২০০ বিপিএস বাড়াবে বছরের বাকি সময়। সূত্র : রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *