প্রচ্ছদ

বিশ্বজুড়ে প্রশংসিত ১১ বছর বয়সী মালয়েশিয়ার মরিয়ম মুজামির

বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে ১১ বছর বয়সী স্কুলছাত্রী মালয়েশিয়ার মরিয়ম মুজামির। স্থল চিংড়ি ও সামুদ্রিক শামুকের খোল থেকে নতুন প্রাণীজ খাদ্য আবিষ্কার করেছে সে।

কানাডার টরন্টোতে সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় (আইসিএএন) অংশ নিয়েছিল মরিয়ম। তার উদ্ভাবিত এ প্রাণীজ খাদ্যের নাম দেওয়া হয়েছে ইয়াম ২.০। এটি উদ্ভাবন করে ৭০টিরও বেশি দেশ থেকে অংশ নেওয়া ৬০০ জনকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে সে। অংশগ্রহণকারীদের মধ্যে মরিয়মই ছিল সর্বকনিষ্ঠ।

মরিয়ম শুধু স্বর্ণপদকই নয়, কানাডার বিশেষ পুরস্কারের পাশাপাশি ২০২১ সালের সেরা ইয়াং ইভেন্টের পুরস্কারও পেয়েছে।

এত অল্প বয়সে ক্রাস্টেসিয়ান সেল থেকে প্রাণিসম্পদ আবিষ্কারে মার্কিন টক শো দ্য লেট শো উইথ জেমস কর্ডেন-এও তুলে ধরা হয়েছে। পাশাপাশি কর্ডেন তার প্রশংসাও করেছেন।

মালয়েশিয়ার কুয়ান্তান, পাহাংয়ের এসকে (পি) মেথডিস্টের শিক্ষার্থী মরিয়ম। ইয়াম ২.০ আবিষ্কারের জন্য ইতোমধ্যে স্থানীয়ভাবে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন। মরিয়ম এ অর্জনের জন্য বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *