খেলাধুলা

বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের, মূল দলে রুবেল

ইংল্যান্ড ম্যাচের আগে আরও বড় ধাক্কা বাংলাদেশ দলে। পিঠের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ হয়ে গেছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার জায়গা পূরণে মূল দলে যোগ করা হয়েছে রুবেল হোসেনকে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের ছিটকে যাওয়া ও রুবেলের মূল দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অনুশীলনে নুরুল হাসান সোহানের চোটের দুঃসংবাদ আগেই এসেছিল। যদিও জানা গেছে এই উইকেটকিপারের চোট গুরুতর নয়। এর মাঝেই আইসিসির বিজ্ঞপ্তিতে জানা গেলো সাইফউদ্দিনের বিশ্বকাপই শেষ।

এই পেস বোলিং অলরাউন্ডারের পিঠের সমস্যা অনেক পুরনো। ওমান ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপেও তাকে অস্বস্তি নিয়ে বল করতে দেখা গেছে। তারপরও খেলা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন সাইফউদ্দিন।

তার চোটে বাংলাদেশ দল খেলোয়াড় বদলের আবেদন করেছিল আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে। এই কমিটির অনুমোদনের ফলে আনুষ্ঠানিকভাবে সাইফউদ্দিনের জায়গায় বিশ্বকাপের মূল দলের সঙ্গী হয়েছেন রুবেল হোসেন।

এবারের বিশ্বকাপে একমাত্র রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন ডানহাতি এই পেসার। সাইফউদ্দিনের চোটে এবার মূল স্কোয়াডে সুযোগ মিলে গেলো তার।

৩১ বছর বয়সী রুবেল বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৫৯ ম্যাচ। যার মধ্যে রয়েছে ২৮ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। বড় স্কোর গড়েও হারতে হয়েছে শ্রীলঙ্কার কাছে। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *