বিশ্বকাপে বাংলাদেশের নারীদের সুন্দর সূচনা
বিশ্বকাপে বাংলাদেশের নারীদের সুন্দর সূচনা আর হঠাৎ খেলায় মোর।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ একটা সূচনা করেছিল শামিমা সুলতানা ও শারমিন আক্তার। দুজনের দৃঢ় ব্যাটিংয়ে প্রথম জুটিতেই আসে অর্ধশতক রান। তবে আয়াবোঙ্গা খাকা একাই প্রোটিয়াদের ম্যাচে ফেরান। তার তিন উইকেট বাংলাদেশকে বিপদে ফেলেছে। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের নারীদের সংগ্রহ ৩ উইকেটে ৭৪ রান।
এর আগে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে বল করতে নেমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে উদ্বোধনী ওভার করতে আসেন জাহানারা আলম। নিজের করা প্রথম ওভারে ৬ রান দেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রমীলা অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বকাপে টস করতে নামে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল।