বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বাংলাদেশের চ্যালেঞ্জিং টার্গেট
নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বাংলাদেশের চ্যালেঞ্জিং টার্গেট। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১৪১ রান।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সোমবার (৭ মার্চ) টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের নারীরা। বৃষ্টি বাগড়ায় খেলা নেমে আসে ২৭ ওভারে।
বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। তবে ২২ রানে ৩ উইকেট হারিয়ে রানের গতি কমে যায় টাইগ্রেসদের। শেষ পর্যন্ত সেই গতি আর বাড়াতে পারেনি তারা। ফারজানা হক করেন ৫২ রান।
শামীমা সুলতানা ও ফারজানা হকের উড়ন্ত সূচনার পর হঠাৎ ছন্দপতন হয় বাংলাদেশের ইনিংসে। তাদের জুটি ভাঙার পর বাংলাদেশের রানের গতি কমিয়ে দেন নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েইট। তার ৩ উইকেটে দারুণভাবে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। এছাড়াও একটি করে উইকেট পান হ্যালি জেনসেন ও ফ্রান্সিস ম্যাকে।