স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে অনেক ভক্ত–সমর্থক নানা প্রতিজ্ঞা করে রেখেছিলেন। আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পর অনেকেই নিজেদের সেসব প্রতিজ্ঞা পূরণও করেছেন। প্রতিজ্ঞা পূরণ করাদের সেই তালিকায় আছেন লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসিও। যদিও বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর এসে নিজের সেই প্রতিজ্ঞা রেখেছেন মারিয়া।
মেসির হাতে বিশ্বকাপ দেখতে আর্জেন্টিনার সমর্থকেরা লম্বা সময় ধরে উন্মুখ হয়ে ছিলেন। কোটি ভক্ত–সমর্থকের মতো মারিয়াও অপেক্ষায় ছিলেন ভাইয়ের হাতে বিশ্বকাপ দেখতে। শেষ পর্যন্ত সবার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
আর স্বপ্ন পূরণের ঘোরে কে জানে সোল মেসি প্রতিজ্ঞার কথা এত দিন ভুলে গিয়েছিলেন কি না। শেষ পর্যন্ত নিজের প্রতিজ্ঞাটা ঠিকই রেখেছেন মারিয়া সোল মেসি। নিজের বাঁ হাতের বাহুর কাছাকাছি জায়গায় বিশ্বকাপ ট্রফির একটা উল্কি আঁকিয়েছেন মারিয়া।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উল্কির ছবিও পোস্ট করেছেন ২৯ বছর বয়সী মারিয়া সোল মেসি। যেখানে তিনি লিখেছেন, ‘প্রতিজ্ঞা রক্ষা করা হলো।’ ফ্যাশন দুনিয়ায় কাজ করা মারিয়া বিশ্বকাপ ট্রফির উল্কির নিচে শিরোপা জয়ের দিন–তারিখও লিখিয়ে নিয়েছেন। মারিয়ার হাতের এই উল্কিটি করেছেন শিল্পী ম্যাক্সি কারেরাস। এই উল্কিশিল্পী এর আগে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর বেশ কিছু উল্কি করে দিয়েছিলেন।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মেসিসহ বেশ কজন ফুটবলারকে বিশ্বকাপের বিশেষ উল্কিতে দেখা গেছে। বেশির ভাগ ফুটবলার অবশ্য উল্কি করেছেন বিশ্বকাপ ট্রফির। কেউ কেউ ভিন্ন কিছু করার চেষ্টাও করেছেন। ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি যেমন নিজের হাতে মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার মুহূর্তটির উল্কি আঁকিয়েছেন। আবার পাপু গোমেজ উল্কি করিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজের শেষ মুহূর্তের সেই বিখ্যাত সেভটির।
এম/
আরো পড়ুন: