বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে ঢাকায় পৌঁছে গেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। খবরটি নিশ্চিত করেছে মঈনের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই বাংলাদেশের পথে রওনা দেন মঈন।
বিজ্ঞাপন
এবারের বিপিএলে কুমিল্লা তাদের পঞ্চম ম্যাচ খেলবে আগামীকাল বৃহস্পতিবার। এই ম্যাচ দিয়েই মঈন আলীর বিপিএল যাত্রা শুরু হতে পারে।
বর্তমানে ৪ ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। ঢাকা পর্বে আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে। আর পরদিন ৪ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লা খেলবে মিনিস্টার ঢাকার বিপক্ষে। দলে মঈনের যোগদান বাড়তি প্রেরণা দিতে পারে ভিক্টোরিয়ান্স শিবিরে।
তারকায় ঠাসা কুমিল্লা দলে যোগ দিয়ে এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। বিদেশী ক্রিকেটারদের মধ্যে নিয়মিত খেলছেন ফাফ ডু প্লেসি, করিম জানাত ও ক্যামেরন ডেলপোর্ট। তিনজনই ভালো পারফর্ম করছেন। নারিন ও মঈন টি-টোয়েন্টির সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। মঈন রয়েছেন দুর্দান্ত ফর্মে। একাদশ বাছাইয়ের কুমিল্লা নিশ্চয় মধুর সমস্যার মুখোমুখি হবে।