বিপিএলে সব থেকে শক্তিশালী দল
বিপিএলে সব থেকে শক্তিশালী দল কোনটি এ বিষয়ে কথা হচ্ছে আসর শুরুর আগেই।
বিপিএল নিয়ে অনেক নেতিবাচক কথা থাকলেও, মাঠের খেলায় এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন মিনিস্টার ঢাকার দুই সিনিয়র ক্যাম্পেইনার তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
কোভিডের এ বিপর্যস্ত সময়ে আসর আয়োজন করতে পারাটাকেই সাফল্য বলে মানছেন তারা। আর নিজের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের আধিক্য থাকায় শিরোপায় চোখ প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের।
অন্যদিকে, ঢাকা এগিয়ে যেখানে, ঠিক সেই অভিজ্ঞতাতেই পিছিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্যের শক্তিই তাদের প্রধান ভরসা।
বিপিএলের সময়সূচি ঘোষণার পর থেকেই চলছে নানা ধরণের নেতিবাচক সংবাদ। কখনো ফ্রাঞ্চাইজি মালিক নিয়ে সমস্যা তো কখনো মাঠে দর্শক থাকবে কি থাকবে না তা নিয়ে চলে আলোচনা। এর মাঝেই আবার নতুন ঝামেলা উসকে দিয়েছে ডিআরএস না থাকার খবর।
বিসিবি থেকে কোভিডকে কারণ হিসেবে দেখালেও, একই সময় পাকিস্তানের পিএসএলে এই প্রযুক্তি থাকলেও ঢাকায় না আসাটা ক্রিকেট বোর্ডের ব্যর্থতা বলেই মনে করছেন সবাই।