বিনোদন

বিদ্যা, দীপিকা ও প্রিয়াঙ্কাদের পর এবার কিয়ারা

বিনোদন প্রতিবেদক, ধূমকেতু ডটকম: তার প্রকৃত নাম আলিয়া আদভানি। যদিও তাকে সবাই কিয়ারা আদভানি নামেই চেনেন। দর্শকদের কাছে তিনি ‘কবির সিং’ ছবির নায়িকা হিসেবেও পরিচিত। কবির সিং ছবি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে। এরপর একে একে উপহার দিচ্ছেন দারুণ সব ছবি।

এবার আবেদনময়ী এ অভিনেত্রীর মুকুটে নতুন পালক যুক্ত হলো। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেলেন পুরস্কার।  সেরা অভিনয়-শিল্পীর স্বীকৃতিস্বরূপ স্মিতা পাতিল মেমোরিয়াল গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন এ সুন্দরী।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এ বছরের অন্যতম সফল ‘শেরশাহ’ সিনেমায় অভিনয়ের জন্য এ সম্মানজনক পুরস্কার পেয়েছেন কিয়ারা আদভানি। এর আগে এ পুরস্কার পেয়েছিলেন বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও আনুশকা শর্মার মতো তারকারা।

কিছুদিন আগে বিশ্বের চাহিদাসম্পন্ন অভিনেতাদের তালিকায় নাম আসে কিয়ারা আদভানির। শাহরুখ খান, আল্লু অর্জুন, সালমান খান, টম হিডলস্টোন, সাং হু-দের পাশে যুক্ত হয় কিয়ারার নাম। বলা জরুরি, এ তালিকায় বিশ্বে নারী অভিনেতাদের মধ্যে শুধু কিয়ারা আদভানি ও প্রিয়াঙ্কা চোপড়ার নাম উঠে আসে।

আরো পড়ুন:

একসময় ট্যাক্সিতে চড়া বিলাসিতা ছিলো অনিল কাপুরের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *