প্রচ্ছদ

বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব সুবিধা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: শিশুদের নাগরিকত্ব সংশ্লিষ্ট নীতিমালায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। আগে দেশের বাইরে জন্ম নেওয়া শিশুদের সাথে আমেরিকান বাবা অথবা মা’র রক্তের সম্পর্ক থাকলেই কেবল নাগরিকত্ব পেত এই শিশুরা। কৃত্রিম প্রজননের অনেক ক্ষেত্রেই আমেরিকান বাবা অথবা মা’র সাথে শিশুদের জেনেটিকাল সম্পর্ক থাকতো না। নতুন নীতিমালা অনুসারে, বিবাহিত দম্পতিদের বাইরে জন্মগ্রহণকারী সন্তানের ক্ষেত্রে অন্তত একজন অভিভাবক আমেরিকান হলে সন্তান নাগরিকত্ব ও পারিবারিক সুবিধা লাভ করবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ আগস্ট) নতুন এই নীতিমালা ঘোষণা করা হয়। বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই নীতিমালার ফলে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসরত বহু পরিবারের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। মে মাসে একই ধরনের একটি পারিবারিক নীতিতে পরিবর্তন আনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। সেখানে বলা হয়, ‘আধুনিক পরিবারের বাস্তবতা’ বিবেচনা এবং প্রজনন প্রযুক্তির উন্নতির কারণে ১৯৫২ সাল থেকে প্রচলিত নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।

এলজিবিটি অ্যাডভোকেসি গ্রুপ ইমিগ্রেশন ইকুয়ালিটির নির্বাহী পরিচালক অ্যারন মরিসের মতে, নতুন এই সিদ্ধান্তে শত শত সমলিঙ্গ দম্পতি সুবিধা লাভ করবেন। মরিস জানান, সন্তানদের স্বীকৃতি প্রদান না করার অর্থ তাদের বাবা-মায়ের বৈবাহিক সম্পর্ককে অসম্মান জানানো। পরিবারগুলোকে এ ধরনের সিদ্ধান্ত দু’ভাবেই আঘাত করতো বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *