ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বিদেশে আর নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ না করার অঙ্গীকার করেছে চীন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘোষণা দেন।
আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্ষিক শীর্ষ সম্মেলনে এক ভিডিও বার্তায় শি জিনপিং বলেন, ‘চীন সবুজ ও কম-কার্বনের বিদ্যুৎ উৎপাদনে অন্যান্য উন্নয়নশীল দেশকে সহায়তা করবে এবং বিদেশে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করবে না।’
এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।
এই উদ্যোগ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় উন্নয়নশীল দেশে কয়লা প্ল্যান্ট সম্প্রসারণ সীমিত করতে পারে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করেছে।
তবে, প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য পূরণ করার জন্য চীনের ওপর এ অর্থায়ন বন্ধ করার চাপ ছিল।
আরো পড়ুন: