প্রচ্ছদ

বিজিএমইএ-বিকেএমএর সঙ্গে বৈঠকের পর নতুন ভাড়ার সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী


ট্রাক-কাভার্ড ভ‍্যান ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। রাত থেকেই শুরু হবে পণ্যবাহী যান চলাচল। সোমবার (৮ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে রাত সোয়া ৮টার দিকে বৈঠকে বসেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এবং মালিক-শ্রমিক নেতারাসহ সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে মন্ত্রী জানান, বিজিএমইএ ও বিকেএমএর সঙ্গে বৈঠক করে ট্রাক কার্ভাড ভ্যানে পণ্য পরিবহনে নতুন ভাড়া নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তাপর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘটের ডাক দেন পণ্যবাহী যানবাহনের মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *