নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: আজ বাংলাদেশে হেপাটোলজির জন্য একটি মাইলফলক দিন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভায় ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন’ খোলার সিদ্ধান্ত অনুমোদিত হয় ।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর অধ্যাপক শারফুদ্দিন আহমেদের কাছ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক অর্ডারটি গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি (লিভার) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
এর মাধ্যমে ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি’ হেপাটোলজির একটি স্বতন্ত্র সাব-স্পেশিয়ালটির স্বীকৃতি পেলো।
বাংলাদেশের হেপাটোলজিস্টরা গত কয়েক বছর ধরে দেশে অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন, রেডিও ফ্রিকোয়েন্সি এবলেশন, প্লাজমা এক্সচেঞ্জ, হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্টসহ যেসব অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির প্রচলন করেছেন, তারই ধারাবাহিকতায় আজ এদেশে হেপাটোলজির এই অর্জন। এর ফলে চিকিৎসা, ট্রেনিং ও গবেষণায় নতুন সম্ভাবনার সৃষ্টি হলো।
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
- করোনা সংক্রমণ বিস্তার রোধে সম্মিলিত উদ্যোগে অপরিহার্য : মোস্তাফা জব্বার
- কান চলচ্চিত্র উৎসব : আজ প্রদর্শিত হবে ‘রেহানা মরিয়ম নূর’