নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: সাংবাদিকদের অধিকার আদায়ের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরাম (জিএমআরএফ)।
রোববার (২৪ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে এ অভিনন্দন জানিয়েছেন জিএমআরএফের সভাপতি কবির আহমেদ খান ও সাধারণ সম্পাদক রুকনুজ্জামান অঞ্জন।
অভিনন্দন বার্তায় জিএমআরএফ নেতারা বলেন, বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরাম প্রত্যাশা করে, নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন ও স্বার্থরক্ষায় সাংগঠনিক দায়িত্ব পালন করবে। এ কমিটি সাংবাদিকদের যে কোনো ধরনের সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, বিএফইউজে নতুন কমিটির সভাপতি পদে ওমর ফারুক এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন দীপ আজাদ। অন্য পদের মধ্যে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খায়রুজ্জামান কামাল, ঢাকায় সহ-সভাপতি পদে মধুসূদন মণ্ডল, যুগ্ম মহাসচিব পদে শেখ মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সেবিকা রানী, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- উম্মুল ওয়ারা সুইটি, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আক্তার সীমা ও শেখ নাজমুল হক সৈকত।