রাজনীতি

বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ

কেন্দ্রীয় কমিটি ও তৃণমূল নেতাদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের ধারাবাহিক বৈঠক নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ।
তিনি শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকরী মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। 
বিএনপি নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। 
বিএনপির সেই অন্ধকার যুগ পেরিয়ে আজকে বাংলাদেশে শান্তির সুবাতাস বইছে, এটিই বিএনপির গাত্রদাহের কারণ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি ভালো নেই।
বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে লুটপাটের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *