রাজধানীর বনানী থানায় দায়ের করা মানিলন্ডারিং আইনের মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এম এন এইচ বুলু।
তার পক্ষে আইনজীবী ওয়ালিউল ইসলাম সজীব জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।
গত বছরের ১৩ আগস্ট বনানী থানার মানিলন্ডারিং আইনে সিআইডির পরিদর্শক হারুন উর রশিদ মামলাটি দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি এম এন এইচ বুলু।