আইন আদালত

বার কাউন্সিলের নিবন্ধনের মেয়াদ এক বছর বাদ দিয়ে গণনা

করোনার কারণে হাইকোর্ট বিভাগের পারমিশনের লিখিত পরীক্ষা এবং নিম্ন আদালতের অ্যাডভোকেটশিপ এমসিকউ পরীক্ষার নিবন্ধনের মেয়াদ ৫ বছরের মধ্যে একবছর বাদ দিয়ে গণনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। অর্থাৎ নিবন্ধনের মেয়াদ ৫ বছর হলেও তা একবছর কম হিসাব করা হবে।

রোববার (২২ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক মহামারির কারণে দীর্ঘসময় পরীক্ষা না হওয়ার বিষয় বিবেচনায় হাইকোর্টে পারমিশনের লিখিত পরীক্ষা এবং নিম্ন আদালতের অ্যাডভোকেটশিপ এমসিকউ পরীক্ষার রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর গণনার ক্ষেত্রে একবছর বাদ দিয়ে গণনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা এবং নিম্ন আদালতের অ্যাডভেোকটশিপ এমসিকিউ পরীক্ষার রেজিস্ট্রেশনের মেয়াদ সংক্রান্ত এ সিদ্ধান্ত শুধুমাত্র পরবর্তী পরীক্ষা পর্যন্ত বলবৎ থাকবে।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *