প্রচ্ছদ

বারবাডোজ আর ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে থাকছে না

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে দ্বীপরাষ্ট্র বারবাডোজ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখতে যুবরাজ প্রিন্স চার্লসেক আমন্ত্রণ করা হয়েছে। মূল অনুষ্ঠান হবে ২৯ নভেম্বর। ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে বারবাডোজের নাম কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশের তালিকায় সংযোজিত হতে চলেছে।

আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক স্যর হিলারি বেকলেস জানিয়েছেন, ‘ঔপনিবেসিক শাসন এবং শোষণের ইতি ঘটছে বারবাডোজে। পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে দেশবাসীর আত্মত্যাগের কথা স্মরণ করতে হয়। তার অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছিল। সেই গণআন্দোলনের ফসল হিসেবেই দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। এই আন্দোলনের কৃতিত্ব বারবাডোজের নাগরিকদের।’

ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, ২৯ নভেম্বর এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বারবাডোজসহ পুরো বিশ্ব।

আরো পড়ুন:

তুরস্কে বিপুল বিনিয়োগের ঘোষণা দিল আমিরাত

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *