নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: “মুক্তচিন্তা ও মত প্রকাশের প্রতিপক্ষ শুধু ধর্মীয় মৌলবাদ নয়, রাষ্ট্র নিজেও।” মাংকি ট্রায়াল নাটকের মূল বক্তব্যের আলোকে নির্দেশক জানান এ কথাগুলো।
১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা “স্কোপস মাংকি ট্রায়াল” এর সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্পের মূল লেখক জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি।
২০১৯ সালের মার্চে নাটকটি অনুবাদের কাজ শুরু করেন নির্দেশক মুক্তনীল। এরপর এক বছরের বেশি সময় পর, ২০২০ এর মে মাসে অনলাইনে পান্ডুলিপি পড়ার মাধ্যমে শুরু হয় নাটক মঞ্চায়নের প্রস্তুতি।
মুক্তচিন্তার একজন মানুষকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করাতে আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ (শুক্রবার), সন্ধ্যা ৭ টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে বাতিঘরের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’।
আরো পড়ুন:
বাংলায় ডাবিংকৃত ইরানি সিরিয়াল ‘ব্লু হোয়েল’ আসছে একুশে টিভিতে