সংস্কৃতি

বাতিঘরের নতুন উদ্যোগ ‘পকেট থিয়েটার’

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনা মহামারির প্রভাব যেমন মানব জীবনের সকল ক্ষেত্রে পড়েছে, বাদ নেই থিয়েটার জগতও। করোনার প্রকোপ শুরু হবার পর থেকে মঞ্চে নাটক উপস্থাপন একেবারেই বন্ধ হয়ে গেছে। তাই এবার মঞ্চ নাটককে দর্শকের কাছে ফিরিয়ে আনতে ‘বাতিঘর’ নাট্যদল ভিন্নধারার এক নবউদ্যোগ নিয়েছে। দর্শকদের হাতের নাগালেই মঞ্চ নাটকের স্বাদ পৌঁছে দিতে তাদের নতুন আয়োজন ‘পকেট থিয়েটার’।

মূলত: স্বল্প দৈর্ঘ্যের মঞ্চনাটক, যা দর্শক সহজেই, স্বল্প সময়ে উপভোগ করতে পারবেন – তাকেই পকেট থিয়েটার নামকরণ করা হয়েছে। এই মহামারিতে থিয়েটার বন্ধ থাকায় থিয়েটার প্রেমী এই দলের কর্মীরা আবার মঞ্চ নাটককে সকলের কাছে পৌঁছে দেয়ার মানসে এই নতুন ভাবনা সামনে নিয়ে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে বাতিঘরের ‘পকেট থিয়েটার’ এর মঞ্চস্থ নাটকগুলো দেখা যাবে। ইতিমধ্যে ২টি নাটক তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

পকেট থিয়েটারের প্রথম নাটক ‘মানুষ খুঁজি’ এবং দ্বিতীয় নাটক হলো ‘ইঁদুর বিড়াল’। গত ২১ জুন বাতিঘর নাট্যদলের এই নতুন পথযাত্রার সূচনা হয়। এছাড়াও বর্তমানে তাদের আরো কয়েকটি নাটক মঞ্চায়নের অপেক্ষায় রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *