আইন আদালত

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাগেরহাটে চলছে লকডাউন। পৌর এলাকাসহ জেলায় টহল দিচ্ছে ভ্রাম্যমাণ আদালতের ১০টি টিম। করোনা স্বাস্থ্যবিধি না মানায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

লকডাউনের ফলে বাগেরহাটে দূরপাল্লার পরিবহনসহ জেলার অভ্যন্তরীণ ১৬টি রুটে সব ধরনের যাত্রীবাহী বাস ও দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লাসহ এক উপজেলা থেকে অন্য উপজেলায় লোকজনের চলাচল বন্ধ আছে।

বাগেরহাট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শাহজাহান বলেন, সংক্রমণরোধে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত প্রতিদিনই মাঠে অভিযান পরিচালনা করছে। করোনা স্বাস্থ্যবিধি না মানায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মামলা করা হয়েছে ২১৭ জনের বিরুদ্ধে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহবান জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *