স্প্যানিশ ওমলেট রেসিপি – ঝটপট ব্রেকফাস্ট
উপকরণ:
ডিম 4 টি
মাঝারি সাইজের আলু 1টি
মাঝারি সাইজের পেঁয়াজ 2 টি
পনির 1/2 কাপ (অপশনাল)
বাঁধাকপি কাটা 1 কাপ (অপশনাল)
1থেকে 2 টি কাঁচা লঙ্কা কুচি
গোল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ
লবন পরিমান মত
কাটা ধনিয়া পাতা 2 চা চামচ
ভাজার জন্য সাদা তেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *