বাংলা ভাষার প্রধান ২ টি রুপ কী কী?
- মৌখিক ও লোইখিক
বাংলা ভাষার মৌলিক রুপ কয়টি?
- বাংলা ভাষার মৌলিক রুপ ২ টি
ভাষার কোন রীতি কেবল লেখ্যরুপে ব্যবহার হয়?
- সাধুরীতি কেবলমাত্র লিখিত রুপে ব্যবহার করা হয়।
ভাষার মৌলিক রীতি কয়টি?
- ২টি। লেখার ও বলার রীতি
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রুপে বিদ্যমান?
- লেখ্যরুপে সাধু ও চলিত উভউ রীতি বিদ্যমান
সাধুভাষা প্রথম কে ব্যবহার করেছিলেন?
- রাজা রামমহোন রায়।
চলিত ভাষার বৈশিষ্ট কি?
- প্রমিত উচ্চারন চলিত ভাষার প্রধান বৈশিষ্ট্য।
কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারুপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
- প্রমথ চৌধুরী
উপভাষা বা Dialect কী?
- অঞ্চল্ভেদে মানুষের ভাষার ভিন্নতা রয়েছে। এক এক অঞ্ছলের মানুষের এক এক রকমের ভাষার ব্যবহার বা মৌখিক ভাষাকেই উপভাষা বা ডায়লেক্ট বলা হয়।
কোন ভাষারীতির পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত?
- সাধু ভাষারীতি পদবিন্যাস
চলিত ভাষারীতির বৈশিষ্ট্য?
- চলিত ভাষা পরিবর্তনশিল
কোন ভাষা কৃত্তিমতা বর্জিত?
- চলিত ভাষা
তৎসম শব্দের ব্যবহার কোন ভাষারীতিতে বেশি?
- সাধুরীতিতে তৎসম শব্দের ব্যবহার অধিক।
বাংলা সাধু ভাষা বলতে কি বোঝায়?
- তৎসম শব্দবহূল ভাষারীতি
সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশী?
- তৎসম শব্দের
কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
- সাধু ভাষায়।
সাধু ভাষা কোথায় অনুপযোগী?
- নাটকের সংলাপে।
নাটকের সংলাপে কোন ভাষা ব্যবহার করা হয়?
- চলিত ভাষা।
সাধুভাষা থেকে চলিত ভাষায় বাংলা লিখতে কোন পদ্গুলোর পরিবর্তন ঘটে?
- সর্বনাম ও ক্রিয়া পদের পরিবর্তন হয়।
সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোন পদে?
- সর্বনাম ও ক্রিয়া পদের পার্থক্য।
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ন্রুপ ব্যবহআর হয় কোন রীতিতে?
- সাধু ভাষারীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ন্রুপ ব্যবহার হয়।
সাধু ও চলিত রীতিতে অভিন্ন্য রুপে ব্যবহার করা হয়?
অব্যয় পদ।