ভাষা কী?

  • ভাবের উচ্চারণ। মনের ভাব প্রকাশের মাধ্যম কে ভাষা বলা হয়।

নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?

  • ভাষা মানুষের বস্তু ও ভাবের প্রতীক।

মানুষের মুখে মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনির সমষ্টিকে কি বলে?

  • ভাষা

ভাষার মৌলিক অংশ কয়টি?

  • ৪ টি ধ্বনি, শব্দ, অর্থ ও বাক্য

ভাষার মূল উপকরন কী?

  • বাক্য ভাষার মূল উপকরন

ব্যাকরন ও ভাষার মধ্যে কোনটি আগে সৃস্টি হয়েছে?

  • ব্যাকরন ও ভাষার মধ্যে আগে সৃস্টি হয়েছে ভাষা। কেননা ভাষা না থাকলে ব্যকরনের প্রয়োজনীয়তা নেই।

কোনটি ভাষার বৈশিষ্ট নয়?

  • ইশারা বা অঙ্গভঙ্গি

ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে কি বলে?

  • বাগযন্ত্র

দেশ কাল ভেদে কিসের পার্থক্য হয়?

  • দেশ কাল ভেদে ভাষার পার্থক্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *