মাতৃভূমি

বাংলাবান্ধা দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রী পারাপার চালু

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত শুরু করেছেন পাসপোর্টধারী যাত্রীরা। আজ সোমবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্যুরিস্ট ভিসা বাদে অন্য সব ভিসায় বাংলাবান্ধা দিয়ে দু’ দেশের মধ্যে যাত্রী পারপার হচ্ছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত দেড় বছর এই ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ ছিল।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট জানায়, মহামারি করোনার কারণে গত বছর ২৬ এপ্রিল থেকে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারত, নেপাল, ভুটান যাতায়াত বন্ধ হয়ে যায়। এ বছর গত ১৪ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাবান্ধাসহ আরও কয়েকটি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার থেকে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়েছে।

এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে ভারতে চিকিৎসা নেয়া রোগীদের। সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ জানান, চেকপোস্ট বন্ধ থাকায় ভারতে চিকিৎসা নিতে পারছিলাম না। দীর্ঘদিন ধরে রোগে ভুগছি। চেকপোস্ট খুলে দেয়ায় ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারবো।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকার পর সোমবার থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। প্রথম দিনে দুপুর পর্যন্ত ৬ জন যাত্রী পারাপার হয়েছে।

আরো পড়ুন:

মেট্রোরেলের ভাড়া নির্ধারণের প্রস্তাব দেয়া হয়নি এখনো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *