ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার গ্রাফিক্স অপারেটর পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়েছে। কম্পিউটার গ্রাফিক্স অপারেটর পদের মৌখিক পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের ষষ্ঠ তলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১১ সেপ্টেম্বর এ পদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচিউড টেস্টের প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে।
আরো পড়ুন:
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ : ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি