ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সম্প্রতি ১৫টি পদে মোট ২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাকযোগে পদগুলোর জন্য আবেদন করা যাবে ০৫-১০-২০২১ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা:

ছাত্রকল্যাণ পরিদপ্তর: (ক) চীফ মেডিকেল অফিসার (মেডিকেল সেন্টার)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/-।

(খ) ফিজিক্যাল ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা বিভাগ)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-।

(গ) ইমাম (ড.এম.এ.রশীদ হল)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

রেজিস্ট্রার অফিস: (ক) ডেপুটি রেজিস্ট্রার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/

(খ) লিগ্যাল এডভাইজার/সহকারী রেজিস্ট্রার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-

(গ) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

আই.টি.এন সেন্টার: (ক) রিসার্চ অফিসার (টেকনিক্যাল/রিসার্চ)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/-

(খ) রিসার্চ অফিসার-এর ১টি স্থায়ী পদ,বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

কেমিকৌশল বিভাগ: এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-

গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ: এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল:২৯০০০-৬৩৪১০/-

কেন্দ্রীয় লাইব্রেরি প্রোগ্রামার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/-

দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট: (ক) প্রোগ্রামার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/-

(খ) সহকারী প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

ভাইস চ্যান্সেলর অফিস: সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-

পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তর: সহকারী পরিচালক (পরিকল্পনা)-এর ১ টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-

যন্ত্রকৌশল বিভাগ: ইনস্ট্রাক্টর ইন ড্রাফটিং (এম.ই)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

প্রকৌশল অফিস: প্রশাসনিক অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

বুয়েট-জিডপাস: সহকারী প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

ডিএইআরএস অফিস: (ক) প্রশাসনিক অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

(খ) সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার-এর ২টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: সহকারী টেকনিক্যাল অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-

পানি সম্পদ কৌশল বিভাগ: সহকারী টেকনিক্যাল অফিসার (ড্রাফটিং)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-

আবেদনের যোগ্যতা

পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে https://www.buet.ac.bd/ এর ‘জব অপরচুনিটি’ অপশনে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বুয়েট ওয়েব সাইট এর ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ০৫-১০-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।

আরো পড়ুন:

১০৯ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *