খেলাধুলা

বাংলাদেশ দলের উন্নতি করতে আফ্রিদির পরামর্শ

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মিরপুরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করায় পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন শহিদ আফ্রিদি। একই সঙ্গে বাংলাদেশের ভালো খেলার পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনিং অলরাউন্ডার।

সোমবার এক টুইট বার্তায় আফ্রিদি লেখেন, ‘বাংলাদেশকে সত্যিই কিছু আত্ম অনুসন্ধান করতে হবে। তারা কি এ জাতীয় পিচে জিততে চায়? এবং বিদেশে ও বিশ্বকাপে সাধারণ পারফরম্যান্স দিতে চায়? খেলার প্রতি তাদের দারুণ প্রতিভা এবং আবেগ আছে। কিন্তু তারা উন্নতি করতে চাইলে আরও ভালো পিচের খুবই প্রয়োজন।’

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১২৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

 আরো পড়ুন:

টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আজহার-ইমামরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *