বাংলাদেশ জানতে হলে বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে
বাংলাদেশ জানতে হলে বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে জানতে হবে বাংলাদেশকে জানার জন্য, আমাদের নিজেদের ইতিহাসকে ও আমাদের সংগ্রামের অর্জনের ইতিহাসকে জানার জন্য। তাই বঙ্গবন্ধুর লেখা তিনটি বই – অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন – `আমাদের বই পড়া’ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘বিজয় পথেপথে’ অনুষ্ঠানে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি একথা বলেন। পরে অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
দিপু মনির কথাগুলোর মর্ম আমরা তখনই বুঝবো বলে মনে হয়, যেদিন আমরা বঙ্গবন্ধু সম্পর্কে গেয়ান অর্জন করবো।