বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আদ্যোপান্ত
চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আদ্যোপান্ত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৫তম আসর বসছে বুধবার (২৩ মার্চ)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের হল অব ফেমে দেওয়া হবে ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ সম্মাননা হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। ১৯৭৫ সালে ১২টি বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছিল।
যেসব ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার: শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী, খল অভিনেতা, পার্শ্বচরিত্রে অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ শিশুশিল্পী, সংগীতশিল্পী (নারী-পুরুষ), শ্রেষ্ঠ গীতিকার, সুরকার, সংগীত পরিচালকসহ মোট ২৭টি বিভাগে দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৯ সাল থেকে যুক্ত হয়েছে আজীবন সম্মাননা ক্যাটাগরি।
ব্যতিক্রম: ১৯৮১ সালে দেওয়া হয়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সে বছর মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাকে পুরস্কার পাওয়ার যোগ্য মনে করেনি জুরি বোর্ড। এ ছাড়া ২০০৪, ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালের পুরস্কার একসঙ্গে দেওয়া হয় ২০০৮ সালে।