ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: শ্রমিক নিয়োগে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। রোববার মালয়েশিয়ার পুত্রজায়ায় এই এমওইউ সই হয়।
মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ সমঝোতা স্মারকে সই করেন।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মন্ডলসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত পিটার ডি হাসের মনোনয়ন