স্বাস্থ্য

ওমিক্রন আক্রান্ত দুই ক্রিকেটারই সুস্থ আছেন : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ‌জিম্বাবুয়ে সফর করে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এটি নিশ্চিত করে বলেছেন আক্রান্ত দুই ক্রিকেটারই এখন সুস্থ আছেন তবে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এই ভ্যারিয়েন্টটি কোভিড জীবাণুর সবচেয়ে বেশি মিউটেট হওয়া সংস্করণ।

“দুই ক্রিকেটারকে মাঝে মধ্যেই পরীক্ষা করা হচ্ছে। কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কিছুদিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। আমরা দুই সপ্তাহ দেখবো। পুরো সুস্থ হওয়ার পর তাদের ছাড়া হবে,” ঢাকা শিশু হাসপাতালে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের একথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বাংলাদেশে এই প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের খবর পাওয়া গেল। এ ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয়েছিলো দক্ষিণ আফ্রিকায়।

আরো পড়ুন:

সারাদেশে শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন ।। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *