প্রচ্ছদ

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত করেছে দেশটির সিনেট। এই পদে পিটারকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দেওয়া মনোনয়ন শনিবার অনুমোদন করেছে সিনেট।

পিটার ডি হাস বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হবেন।

পিটার ডি হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে মনোনয়ন দেন।

মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করা পিটার ডি হাস যুক্তরাজ্য ও ভারতেও যুক্তরাষ্ট্রের দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন:

ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত হিসেবে প্রথম কোনো মুসলিম নিযুক্ত দিল যুক্তরাষ্ট্র

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *