শিল্প ও বাণিজ্য

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিলো গুগল, অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশে ব্যবসার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে বিশ্বের অন্যতম বড় দুই টেক-জায়ান্ট গুগল ও অ্যামাজন।  নন-রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত সপ্তাহে এ দুটি প্রতিষ্ঠানকে বিআইএন দেয়া হয়।

এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত সব আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট দেওয়ার পাশাপাশি বছর শেষে মোট টার্নওভারের রিটার্ন দেবে কোম্পানি দুটি।

আরও পড়ুন: ব্যাংকে লেনদেন বেলা আড়াইটা পর্যন্ত || পুঁজিবাজারে ২টা পর্যন্ত

এর ফলে ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস স্থাপনের প্রক্রিয়া এগোনোর পাশাপাশি ফেসবুক, ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের পথ তৈরি হলো বলে মনে করছে এনবিআর সূত্র।

জানা গেছে, গুগল এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে। তাদের ব্যবসার ধরন হিসেবে ‘সেবা’ বলা হয়েছে এবং ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গাপুরের আঞ্চলিক কার্যালয়ের ঠিকানা।

অন্যদিকে, অ্যামাজন নিবন্ধন নিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন নামে। তারাও সেবাধর্মী ব্যবসা হিসেবে ব্যবসার ধরন উল্লেখ করেছে এবং তারা অ্যামাজন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ঠিকানা ব্যবহার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *