বাংলাদেশে ধরা পড়লো আরো ৩টি কোভিড-১৯ ওমিক্রন ভ্যারিয়েন্ট
সর্বশেষ খবর মতে, বাংলাদেশে ধরা পড়লো আরো ৩টি কোভিড-১৯ ওমিক্রন ভ্যারিয়েন্ট। দেশে নতুন কোভিড ভেরিয়েন্ট থেকে সংক্রমণের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ৭জনে।
বাংলাদেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের আরও তিনটি মামলার খবর পাওয়া গেছে। বুধবার সকাল পর্যন্ত দেশে নিশ্চিত হওয়া ওমিক্রন আক্রান্ত রোগীর মোট সংখ্যা সাতে দাঁড়িয়েছে।
মঙ্গলবার রাতে তিনটি নতুন কেস সনাক্ত করার ঘোষণা দিয়েছে, জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি)।
GISAID-এর ওয়েবসাইটে বলা হয়েছে, তিনজনই ঢাকার বনানী এলাকার বাসিন্দা। তারা হলেন একজন ৩০ বছর বয়সী মহিলা, একজন ৪৭ বছর বয়সী মহিলা এবং একজন ৮৪ বছর বয়সী পুরুষ।
২৩ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহ করেছেন ইন্সটিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।
দেশটি প্রথম ওমিক্রন কেস রিপোর্ট করেছে ১১ ডিসেম্বর, যখন দুই মহিলা ক্রিকেটার এই ভেরিয়েন্ট দ্বারা সংক্রামিত হয়েছিল, জিম্বাবুয়ে থেকে ফিরে এসেছে।
সোম ও মঙ্গলবার তৃতীয় ও চতুর্থ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ওমিক্রন বিস্তার রোধ করতে আন্তঃসীমান্ত চলাচলের বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
দক্ষিণ আফ্রিকায় সরকার সম্প্রতি আফ্রিকার সাতটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯-এ আরও একজনের মৃত্যু এবং ৩৯৭টি নতুন মামলা হয়েছে।