স্বাস্থ্য

বাংলাদেশে করোনা টিকা “স্পুটনিক ভি” উৎপাদন করতে চায় রাশিয়া

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে মিলে রাশিয়ার কোভিড টিকা “স্পুটনিক ভি” উৎপাদনের প্রস্তাব দিয়েছে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, “আমরা তাদের সঙ্গে যৌথ উৎপাদনের বিষয়ে একমত হয়েছি। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।”

বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রস্তাব অনুযায়ী রাশিয়া টেকনোলজি হস্তান্তর করবে আর বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো “স্পুটনিক ভি” টিকা উৎপাদন করবে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে এটা হবে স্বল্পমূল্যের এবং এটা তুলনামূলক ভালো হবে।”

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর মাধ্যমে চুক্তি করে বাংলাদেশ। কিন্তু অভ্যন্তরীণ চাহিদার অজুহাত তুলে ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এ অবস্থায় দেশে যেন টিকাদান কর্মসূচি ব্যহত না হয়, সে জন্য অন্য উৎস থেকে টিকা আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ইতোমধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কথাও বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *