স্বাস্থ্য

বাংলাদেশের ৪০% জনগোষ্ঠীকে টিকা দেয়ার আশ্বাস দিল কোভ্যাক্স

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: করোনাভাইরাসের প্রতিষেধক টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্স বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশের জন্য বিনামূল্যে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গড়ে ওঠা এই জোটের মাধ্যমে শুরুতে মোট জনগোষ্ঠীর ২০ শতাংশের জন্য বিনামূল্যে টিকা সরবরাহের কথা ছিল। এখন সংস্থাটির পক্ষ থেকে তা আরও ২০ শতাংশ বাড়ানো হলো। এ হিসাবে বাংলাদেশ কোভ্যাক্স থেকে মোট ১৩ কোটি ৬০ লাখ ডোজ টিকা পাবে।

শুক্রবার সুইজারল্যান্ড সফররত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস এ আশ্বাস দেন। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রীর বরাতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। মহাপরিচালক বৈঠকের শুরুতে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে কোভ্যাক্সের আওতায় ২০ শতাংশ মানুষের জন্য টিকা পাঠানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ২০ শতাংশের পরিবর্তে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশের জন্য বিনামূল্যে টিকা সরবরাহ করতে তাকে অনুরোধ করা হলে তিনি তাতে সম্মত হয়েছেন।

বৈঠকে গত দেড় বছরে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন আধানম। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কাছে কোভ্যাক্সের আওতায় ফাইজার ও মডার্নার টিকা বেশি দেওয়ার অনুরোধ করেন।

আরো পড়ুন:

করোনার প্রথম কার্যকর অ্যান্টিভাইরাল বড়ি আনলো যুক্তরাষ্ট্র

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *