প্রচ্ছদ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের গান গেয়ে ভাইরাল ভারতের পুলিশ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: খোল-করতাল বাজিয়ে বাংলাদেশের দেশের গান গেয়ে ভারতের পুলিশের ২ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার থেকে নেটমাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকার পাশে পুলিশ কর্মকর্তারা সারি বেঁধে গান গাইছেন। এসময় তারা  খোল-করতাল বাজাচ্ছেন। সমস্বরে সেই পুলিশবাহিনী গাইছে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া দেশাত্মবোধক গান, ‘মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’।

ভিডিওতে দেখা যায়, যেসব পুলিশকর্মী গানটি গাইছেন এবং করতাল বাজাচ্ছেন, তাদের সবার পরণে ‘সেরিমনিয়াল উর্দি’। অর্থাৎ, স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস উদযাপানের কোনও সরকারি কর্মসূচিতে যেমন উর্দি পরতে হয় ক্রস বেল্ট-সহ। সামনের দণ্ডে উড়ছে জাতীয় পতাকা, যা থেকে অনুমান করা হয় ভিডিওটি সম্প্রতি স্বাধীনতা দিবসের সময় তোলা হয়ে থাকতে পারে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। আর নিজের সুরে গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। ১৯৬১ সালে প্রথম প্রচারিত এই গানটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রেরণার গান ছিল। যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাহস বাড়াতে এই গান বেশ ভূমিকা রাখে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *