নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: সৌদি আরব, মালয়েশিয়া ও ভারতের পর বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে যাচ্ছে ভুটান। শিগগিরই দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দেশটির সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রপ্তানির পাশাপাশি ব্যান্ডউইথ সক্ষমতা বাড়াতে জোরেশোরে চলছে তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ। তৃতীয় ক্যাবলটি যুক্ত হলে আরও ৭ হাজার ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতা বাড়বে।

সুউচ্চ পাহাড় আর সবুজে ঘেরা দক্ষিণ এশিয়ার অপরূপ সুন্দর দেশ ভুটান। ৪৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটারের ভুটান মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ। বন্ধুপ্রতীম দেশটির ডিজিটালাইজেশনে এবার ব্যান্ডউইথ সরবরাহ করতে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচদিনব্যাপী বিজয়ে প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, ভারত, সৌদি আরব, মালয়েশিয়ার পর ভুটান হতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ডউইথের চতুর্থ ক্রেতা।

এ বিষয়ে মোস্তফা জব্বার বলেছেন, ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি করা হবে। শিগগিরই সেই চুক্তিও সম্পন্ন হওয়ার পথে রয়েছে। ভুটানের সঙ্গে ব্যান্ডউইথ রপ্তানির ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে। বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিয়ে ভুটানের মানুষের জীবনযাপন বদলে যাবে।

বর্তমানে দেশের দুইটি সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ সক্ষমতা ২ হাজার ৬০০ জিবিপিএস। এর বিপরীতে বর্তমানে ব্যবহার হচ্ছে ১ হাজার ৬০০ জিবিপিএসের ব্যান্ডউইথ। অব্যবহৃত ব্যান্ডউইথ থেকে সৌদি আরবে ৬০০ জিবিপিএস, মালয়েশিয়ায় ২০০ জিবিপিএস এবং ভারতে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি হচ্ছে। সক্ষমতা বাড়াতে চলছে তৃতীয় সাবমেরিনের কাজ।

তিনি বলেছেন, ভারত ও নেপালের মতো দেশেও আমাদের ব্যান্ডউইথ রপ্তানি করা হবে। সে লক্ষ্যে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন বসানোর প্রস্তুতি নিচ্ছে। যা ২০২৪ সালের মধ্যে সম্পন্ন হবে। শুধু তাই নয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের প্রস্তুতি জোরেশোরে চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

তিনি আরও বলেছেন, ২০২৩-২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে। তখন বাংলাদেশ আরও শক্তিশালী হবে ডিজিটাল ক্ষেত্রে।

এসম ১২ ডিসেম্বর ৫জি চালু করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন মোস্তাফা জব্বার।

আরো পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য যুক্তরাষ্ট্রে ব্যাটারি কারখানা গড়ে তুলছে টয়োটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *