জাতীয়

‘বাংলাদেশের চেয়ে অনেক বেশি ডেঙ্গু রোগী সিঙ্গাপুর-মালয়েশিয়ায়’

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বাংলাদেশের চেয়ে অনেক বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামে বাংলাদেশ থেকে অনেক বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ বছর আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। থেমে থেমে বৃষ্টির ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অন্য বছরে এই সময়ে ডেঙ্গুর প্রকোপ এতো বেশি থাকে না।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার ও সিটি করপোরেশনগুলো আন্তরিকভাবে কাজ করছে। জনসাধারণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন। ব্যক্তিগত পর্যায়ে আমাদের আরও সচেতন হতে হবে। এসি, ছাদ বাগান, নতুন স্থাপনা বা কোথাও যেন পানি না জমে এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

মো. তাজুল ইসলাম জানান, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল এখন ডেঙ্গু চিকিৎসার জন্য তৈরি রয়েছে। এক হাজার শয্যার মধ্যে ৬ জন কোভিড রোগী আলাদাভাবে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ১০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এবং আরও প্রায় ৪০০ শয্যা ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় কোনো ঘাটতি নেই।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জোবায়দুর রহমান, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক এ কে এম শফিকুর রহমান এবং ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *