জাতীয়

‘বাংলাদেশের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয়’

‘আমি বিশ্বাস করি আমাদের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয়’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকদের মান বিশ্বের কোনো দেশের চিকিৎসকদের তুলনায় কম নয়। ভুটান থেকে রোগী এসে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন। ভারত থেকেও অসংখ্য রোগী বাংলাদেশে আসছেন।আমরা হাঙ্গেরি থেকে চিকিৎসক এনে জোড়া শিশুর অপারেশন করেছি। বাচ্চাদের যখন অ্যানেসথেসিয়া দেওয়া হয়, তখন হাঙ্গেরির চিকিৎসকরা কিন্তু পারেননি, পেরেছেন বাংলাদেশের চিকিৎসকরাই। কাজেই আমি বিশ্বাস করি আমাদের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয়।’

তিনি বলেন, ‘ডাক্তার ও রোগীদের ভালো সম্পর্ক অনেক কিছুর ওপর নির্ভর করে। শুধু ডাক্তাদের ওপর নির্ভর করে না। একটি হাসপাতালে ভালো কাজ একজন পরিচালক থেকে শুরু করে একজন অধ্যাপক, নার্স, ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতাকর্মীর ওপর নির্ভর করে। সবার সমন্বিত প্রয়াসেই চিকিৎসাসেবার সুনাম বৃদ্ধি করে।’

নবীন চিকিৎসকদের উদ্দেশে সামন্ত লাল সেন বলেন, ‘আজ যারা এখানে বসে আছেন, আমি সবিনয়ে তাদের কাছে একটা কথা বলব। আসুন আমরা চিকিৎসকদের মান-সম্মান এমন এক জায়গায় নিয়ে যাই, যেন এ দেশের মানুষ একদিন চিকিৎসকদের দেখলে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। এটি করতে হলে আমাদের একটু ধৈর্য ধরে রোগীদের কথা শুনে চিকিৎসা দিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা সময়মতো হাসপাতালে যাব আসব। সাধারণ মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেব। আমাদের সাধারণ মানুষ কিন্তু খুব বেশি কিছু চায় না, শুধু একটু গায়ে হাত দিয়ে কথা বলা, সুন্দর করে একটু কুশলাদি বিনিময় করলেই তারা কিন্তু খুশি হয়।’

তিনি আরও বলেন, ‘রোগ থেকে মুক্তি পেতে অসহায়ের মতো রোগীরা চিকিৎসকের ওপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে একজন চিকিৎসককে পিতার স্থান দখল করতে হয়। চিকিৎসকরা চাইলেই রোগীদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারে। এতে রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ও ভালো চিকিৎসাসেবা দেওয়া সম্ভব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *