নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ভারত, অস্ট্রেলিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে। দেশগুলোর দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় গতকাল রবিবার থেকে ঢাকা-কলকাতা রুটে বিমান চলাচল শুরু হয়েছে।
ঢাকা-দিল্লি রুটে উড়োজাহাজ চলাচল শুরু হবে আগামী বুধবার থেকে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসা ছাড়া অন্য সব ক্যাটাগরির ভিসা চালু করেছে ভারত।
ভারতে ভ্রমণ করতে হলে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট এবং দুই ডোজ টিকা দেওয়ার প্রমাণপত্র প্রয়োজন হবে।
ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিকের জরুরি ভিত্তিতে এবং সীমিত আকারে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় ভ্রমণের জন্য উড়োজাহাজে ওঠার ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে করা কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন হবে।
তুরস্ক দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার থেকে বাংলাদেশি নাগরিকদের তুরস্ক ভ্রমণের জন্য উড়োজাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তুরস্কে যেতে হলে দেশটির কোনো গন্তব্যে পৌঁছানোর তিন দিন বা ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।