ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বাংলাদেশকে ২৯ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো এক টুইট বার্তায় একথা জানিয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোটেগি মঙ্গলবার ১৫টি দেশকে ১ কোটি ১০ লাখ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়া হবে এই ঘোষণা দেয়ার পরে রাষ্ট্রদূত ওই টুইট করেন।
টুইটে তিনি বলেন, বাংলাদেশে খুব শিগগিরই ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানো হবে। কোভিড মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান।
বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছে কিন্তু দ্বিতীয় ডোজ নিতে পারেনি। তাদের জন্য এই টিকা খুব কাজে আসবে।