শিল্প ও বাণিজ্য

বসুন্ধরা ৭ দিনে ৫ হাজার বেডের হাসপাতাল করবে ১০ কোটি টাকা দান

ধূমকেতু প্রতিবেদক: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ৭ দিনে ৫ হাজার শয্যার করোনা হাসপাতাল করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে। রোববার (২৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি গ্রুপের পক্ষে প্রধানমন্ত্রীকে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন এবং তার পিতা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবসহ চিঠি দেন। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে গরিবের খাবার সরবরাহসহ এ দুঃসময়ে যা করার করবেন।

জানা গেছে, চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেডসেন্টারে হবে ৫ হাজার বেডের এই হাসপাতাল। যা উহানের চেয়েও বড় হবে।

প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সকল দুর্যোগে তো পাশে দাঁড়ানই, গোপনে মানবকল্যাণে নিরন্তর কাজ করেন, যা খবর হতে দেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *