বলোনা কোথায় তুমি (Bolna Kothay Tumi)
আরফিন রুমি এবং খেয়া (Arfin Rumey And Kheya)
বলোনা কোথায় তুমি, এবুকে আছো কোন পাশে?
বলোনা কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।
জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়।
রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে,
তুমি আছো বলে, ফাগুন আসে কোলে।
মনের নাওটা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে।
কখনো বা তুমি এ হৃদয়ে হারাও
কখনো তুমি এসে সামনে দাড়াও
হাতে হাত রেখে ছুঁয়ে দেওনা আমাকে
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে।
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।