নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে হাসান মিয়া নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে হাসান মিয়ার কাছ থেকে ইউনুছ নামের এক পাইকারি ব্যবসায়ী মাছটি কিনে নেন।
এর আগে বুধবার (১৪ এপ্রিল) গভীর রাতে বলেশ্বর নদে ধরা পড়ে মাছটি।
পাইকারি ব্যবসায়ী ইউনুছ বলেন, বুধবার রাতে হাসান মিয়ার জালে কোরালটি ধরা পড়ে। ৮০০ টাকা কেজি দরে মাছটি আমি কিনে নিয়েছি।
তিনি আরও জানান, এর আগে ৩২ কেজি ওজনের মাছ পাওয়া গেছে এ নদীতে।
পরে পাথরঘাটা বাজারে এনে মাছটি কেটে ১০০০ টাকা কেজি দরে বিক্রি করেন ইউনুছ।