বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: চলতি বছরটা তেমন ভালো যাচ্ছে না অনেক বলিউড তারকার। চলমান বৈশ্বিক করোনা মহামারি এর একটা বড় কারণ। তবে ধীরে ধীরে করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে বলিউড, চলছে সিনেমার শুটিং। হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা।
প্রতি বছর দীপাবলির উৎসবে তারকাদের বড় পার্টির আয়োজন থাকে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শিল্পা শেঠীসহ শীর্ষ তারকারা বড় বড় পার্টির আয়োজন করেন। তাদের অনেকেই এবার কোনো বড় পার্টির আয়োজন করছেন না।
ভারতীয় সংবাদমাধ্যমে ফিল্মফেয়ার’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেপ্তার, একই মামলায় চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পাণ্ডের জেরা—সবকিছু মিলিয়ে অনেক তারকাই দীপাবলির বড় আয়োজন এড়িয়ে যাচ্ছেন।
প্রতি বছর দীপাবলিতে শিল্পা শেঠী সাধারণত বড় পার্টির আয়োজন করেন। পর্নো মামলায় স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের কারণে এবার তার আয়োজন থাকছে না।
বচ্চন ও অনিল কাপুর পরিবারও করছেন না দীপাবলির বড় কোনো পার্টির আয়োজন।
আরো পড়ুন: