বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বলিউডে অভিষেক হতে যাচ্ছে শ্রীলংকার সংগীতশিল্পী ইয়োহানি ডি সিলভার। যিনি ‘মানিকে মাগে হিথে’ গানটি গেয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছেন।
সঙ্গীতের কোনও বিদ্যা না থাকলেও শ্রীলংকার আর্মি পরিবারের সুরেলা মেয়েটি এখন সারাবিশ্বের কাছে পরিচিত এক নাম। ‘মানিকে মাগে হিথে’ গানটি জনপ্রিয় হওয়ার পরই ভারত থেকে ডাক পেয়েছেন ইয়োহানি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দেশটির একের পর এক কনসার্টে গাইছেন ইয়োহানি। কখনও হায়দ্রাবাদ, তো কখনও মুম্বাই কিংবা দিল্লিতে। ভারতজুড়েই কনসার্টে সিংহলি মেয়েটির চাহিদা বেড়েছে।
জনপ্রিয়তার তুঙ্গে থাকায় এবার ইয়োহানি গাইতে চলছেন বলিউডের সিনেমায়। নতুন গান নয়, ‘মানিকে মাগে হিথে’ গানটিই হিন্দি ভাষায় তৈরি হচ্ছে। জানা গেছে, অজয় দেবগন অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় ব্যবহার করা হবে এটি।
এ বিষয়ে আরও জানা যায়, গানটি কম্পোজ় করবেন তনিষ্ক বাগচি। হিন্দিতে গানটি লিখবেন রাশমি গর্গ।
অজয় দেবগণ ছাড়াও ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় আরও অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীত সিং। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা ইন্দ্র কুমার।
আরো পড়ুন: